এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে জাবি উপাচার্যের বিরুদ্ধেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৫ই সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৯ অপরাহ্ন
এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে জাবি উপাচার্যের বিরুদ্ধেও

কমিশন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ ছাড়তে হয়েছে। এই একই অপরাধে এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে।

দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, কমিশন কেলেঙ্কারির ঘটনায় জাবি উপাচার্যও দায় এড়াতে পারেন না। একজন শিক্ষকের কাছে ছাত্রনেতারা কীভাবে কমিশন দাবি করে এবং কীভাবে তাদের সঙ্গে শিক্ষকের বৈঠক হয়, এ নিয়ে সরকারি মহল ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, জাবি উপাচার্য একাধিকবার ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করেছেন। এ বিষয়টি সরকারের নীতি নির্ধারকদের নজরে এসেছে। ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি দেওয়ার পর এখন জাবি উপাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব