
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১:৫৩

চট্টগ্রামের জেলা নির্বাচন কমিশন (ইসি) অফিস থেকে হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ ব্যবহার করেই রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি হচ্ছে বলে ধারণা দুর্নীতি দমন কমিশনের (দুদক)। ২০১৫ সালে হারিয়ে যাওয়া ল্যাপটপটি ভোটার তালিকা তৈরিতে ব্যবহার করা হতো। রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসে দুদকের একটি দলের পরিদর্শনের পরই এ তথ্য সামনে আসে। এনআইডি'র সার্ভারে সন্দেহজনক বিভিন্ন ভোটার তথ্য নিবন্ধনের পর দুদকের উপসহকারী পরিচালক শরিফ উদ্দীনের নেতৃত্বে একটি দল তদন্ত করতে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিস পরিদর্শন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব