ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার সদ্য বহিষ্কৃত যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান শেষে তাকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান শেষ করে র্যাব। অভিযান শেষে সড়ক পথে তাকে কারাগারে নেয়া হচ্ছে।
এর আগে জল্পনা-কল্পনা শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ তাকে আটক করে র্যাব। গ্রেফতারের পর তাকে সকালেই ঢাকায় নিয়ে আসা হয়। দুপুরে সম্রাটকে নিয়ে তার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করে র্যাব। কয়েক ঘণ্টার অভিযান শেষে কার্যালয় র্যাবের একটি গাড়িতে করে সম্রাটকে নিয়ে যাওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে ক্যাঙ্গারুর চামড়া, পাঁচটি গুলিসহ একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশী মদ ও কয়েক’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে সম্রাটের কার্যালয়ে ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের জেল দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরমানকে ৬ মাসের জেল দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।