
প্রকাশ: ৭ জুলাই ২০১৯, ৫:২৮

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে প্লাটফর্ম ধরে সমাজের অসংগতি দূর করা সম্ভব। স্কুল ও মাদ্রাসায় আমাদের শিশু সন্তানদের সবচেয়ে নিরাপদ ভরসাস্থল। সেখানে ধর্ষণের মতো কোন ঘটনা কাম্য নয়। এগুলো সামাজিক অবক্ষয়। এ থেকে পরিত্রাণ পেতে হলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদার করতে হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং সভা ও উঠান বৈঠক করতে হবে। তাহলে আমাদের বরিশালে নতুন কোন “নয়ন বন্ড” তৈরী হতে পারবে না। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথাগুলো বলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব