উবার, পাঠাওসহ অন্যান্য মোবাইল ফোন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনার নীতিমালা সংশোধন করা হয়েছে। ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৮’ সংশোধন করে সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। নীতিমালার অনুচ্ছেদ ‘জ’ এ ‘সরকার প্রয়োজনে এ নীতিমালার সংশোধন/সংযোজন/পরিবর্তন করতে পারবে’ এর পরিবর্তে সংশোধন করে বসানো হয়েছে ‘সরকার প্রয়োজনে এ নীতিমালার সংশোধন/সংযোজন/পরিবর্তন করতে পারবে।
তবে এই নীতিমালার সঙ্গে প্রাসঙ্গিক ফরমসমূহ প্রয়োজনে বাস্তবতার নিরিখে বিআরটিএ পরিমার্জন করতে পারবে।’ গত বছরের ৮ মার্চ থেকে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা কার্যকরের তারিখ ঘোষণা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর আগে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৮’ এর গেজেট জারি করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।