
প্রকাশ: ৩ জুলাই ২০১৯, ৫:২২

কাঁঠালের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পুলিশের এক কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম বাবলু খন্দকার। তিনি চট্টগ্রাম রেলওয়ে থানার টিএসআই হিসেবে কর্মরত। অভিযানে তার কাছ থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার সকালে ব্রাক্ষণবাড়িয়া থেকে ইয়াবার চালান নিয়ে তারা বাসে করে রাজধানী আসছিলেন। এসময় র্যাবের একটি দল গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

'এর আগেও ইয়াবা মামলা রয়েছে এই দুজনের নামে। পুলিশের টিএসআই মামলার পর থেকে এই পুলিশ কর্মকর্তা পলাতক ছিলেন। তিনি নতুন করে ইয়াবা ব্যবসায় জড়িয়েছেন।’ জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কক্সবাজার থেকে ইয়াবা কিনে দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এ ব্যাপারে তার দ্বিতীয় স্ত্রী তাকে সহযোগিতা করতেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব