প্রকাশ: ২ মার্চ ২০১৯, ২:৩
একদফা দুর্যোগ কাটতে না-কাটতেই ফের ঝড়বৃষ্টির ভ্রূকুটি। যার জেরে আগামী সপ্তাহের শুরু থেকেই ভাসতে পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ অংশ। আবহাওয়া সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে।
এই নিয়ে দ্বিতীয় বৃষ্টিবলয় তৈরি হল চলতি বছরে। যার জেরে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। ফলে ক্ষয়ক্ষতি হতে পারে আলু ও ধান চাষের। নদিয়া ও উত্তর ২৪ পরগনায় মার খেতে পারে আমের ফলন।
চলতি সপ্তাহের শুরু থেকেই গোটা দক্ষিণবঙ্গকে কাঁদিয়ে ছেড়েছে নাগাড়ে বৃষ্টি। বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আলু চাষে। বৃষ্টি ও বজ্রপাতে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব