রোহিঙ্গা ক্যাম্পে সেবারত এনজিও'র কাজ বন্টনে বৈষম্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: সোমবার ২৮শে জানুয়ারী ২০১৯ ০৪:০৯ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে সেবারত এনজিও'র কাজ বন্টনে বৈষম্যের অভিযোগ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেবারত এনজিও গুলোর বিরুদ্ধে উন্নয়ন কাজ বন্টনে স্বেচ্ছাচারিতা আর বৈষম্যের অভিযোগ উঠেছে।এনজি'র দায়ীত্নরত কর্তাব্যক্তিরা উখিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোর অগোচরে নিজেদের পছন্দ মত লোকবল দিয়ে কাজ করছে।তাতে উখিয়ার পেশাদার ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোকে বঞ্চিত করে কক্সবাজারের বাইরের ঠিকাদারকে কাজ বন্টন করছে। এ নিয়ে উখিয়ার স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো প্রতিকার চেয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত স্নারকলিপি প্রেরণ করেছে।২৮ জানুয়ারি সকাল ১১ টায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ঠিকাদারী প্রতিষ্টান গুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়।

উখিয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি,এনআর এন্টার প্রাইজের মালিক অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্রো,সাধারণ সম্পাদক এসএস কন্সট্রাকশনের মালিক ফরিদুল আলমের নেতৃত্বে উখিয়ার ঠিকাদারগণ সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।লিখিত বক্তব্যে অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্রো বলেছেন,গত বছরের ২৫ আগষ্ট পরবর্তী উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের সেবায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী শুরু থেকে উখিয়ার পেশাদার ঠিকাদারী প্রতিষ্টান গুলো দিনরাত পরিশ্রম করে আসছেন।ওই সময় নানা প্রতিকুল পরিবেশ ডিংগিয়ে জরুরী ভিত্তিতে রোহিঙ্গা সেবায় প্রয়োজনীয় অবকাটামো থেকে শুরু করে সার্বিক সেবায় নিয়োজিত ছিলেন তাঁরা।

সেবাদানকারী এনজিওসমুহ শুরু থেকেই কিছু-কিছু কাজ দিলেও গত কয়েকমাস ধরে উখিয়ার ঠিকাদারদের অগোচরে কোটেশন প্রকাশ্যে না দিয়ে বাইরের আত্নীয়স্বজন কিংবা তাদের পছন্দের লোক মারফত কাজ বন্টন করছেন। উখিয়ার ঠিকাদার সহ আপামর জনতার প্রচেষ্টায় রোহিঙ্গাদের বসবাসের নিরাপদ পরিবেশ সৃষ্টি হওয়ার পর দেশী-বিদেশী এনজিও গুলোর উর্ধবতন র্কতা ব্যক্তিদের যোগসাজস এবং সরকারী দায়ীত্নপ্রাপ্ত কিছু কর্মকর্তাদের সিন্ডিকেশনের মাধ্যমে উখিয়ার ঠিকাদারী প্রতিষ্টান গুলোর সাথে বিমাতাসুলভ আচরণ, স্বজনপ্রীতি,ও অনিয়মের আশ্রয় নিয়ে কাজ বন্টনে বৈষম্য দেখাচ্ছে।এনজিও'র কর্তাব্যক্তিরাই স্থানীয় ঠিকাদারদের কাজ না দিয়ে বড়-বড় প্রকল্প গুলো তাদের পছন্দের লোকবল দ্ধারা করাচ্ছে।তাতে রোহিঙ্গাদের সম্পৃক্ত করছে, স্থানীয়দের প্রতি চরম অবজ্ঞার পরিচয় দিচ্ছে।লিখিত বক্তব্যে তাঁরা দাবী করে বলেন,রোহিঙ্গার কারণে উখিয়ার গাছপালা, পাহাড় নষ্ট হয়ে উখিয়াবাসী প্রাকৃতিক ভাবে ক্ষতিগ্রস্ত, খাদ্যের উপর বিরুপ প্রভাব পড়েছে, সামাজিক আচার আচরণে আঘাত হেনেছে,নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে,রাষ্ট্রের মৌলিক অধিকার বঞ্চিত এবং সম্মানহানি ঘটেছে স্থানীয়দের, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে, জনসাধারণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে, সর্বোপরি স্থানীয় জনগোষ্টি একটি ভীতিকর পরিবেশে জীবনযাপন করছে।তাঁরা আরো বলেন,রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্টিকে কাজ না দিয়ে এনজিওতে কর্মরত কর্মকর্তাদের আত্নীয় ও তাদের পরিচিতজনদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কক্সবাজার জেলার বাইরের ঠিকাদারদের কাজ দেওয়ায়, স্থানীয়দের সাথে প্রতারণার করছে বলে তীব্র প্রতিবাদ জানান।

তাঁরা (ঠিকাদারগণ) দাবিতে উল্ল্যেখ করেন,প্রধানমন্ত্রীর ঘোষনা "সকল কাজে স্থানীয়দের অগ্রাধিকার বাস্তবায়ন" চেয়ে দেশী-বিদেশী এনজিওগুলো উপযুক্ততার ভিত্তিতে স্থানীয় ঠিকাদারদের কাজ দিতে হবে,কোন এনজিও সংস্থা মিয়ানমার নাগরিক দিয়ে কাজ করাতে পারবেনা,বৈধ কাগজপত্র ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্টানকে কাজ দিতে পারবেনা, কক্সবাজার জেলার বাইরের কোন প্রতিষ্টানকে কোটেশন দেওয়া যাবেনা। কারণ জরুরী মুহুর্তে স্থানীয় ঠিকাদারগণ সকল কাজ করতে সক্ষম হয়েছে , সেহেতু বর্তমানেও সকল কাজ স্থানীয় ঠিকাদারী প্রতিষ্টানকে দিতে হবে।স্থানীয়দের জীবিকা নির্বাহের স্বার্থেই তাদের উপস্থাপিত দাবী অচিরেই বাস্তবায়ন চান।অন্যথায় স্থানীয় ঠিকাদারী প্রতিষ্টানগুলো রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্টিকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষনা দিবেন মর্মে হুসিয়ারী করেন।

সংবাদ সম্মেলন শেষে লিখিত দাবীপত্র (আবেদন)কক্সবাজার জেলা প্রশাসক বরাবর প্রেরণের জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরীকে প্রদান করা হয়।এসময় উখিয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্রো, সাধারণ সম্পাদক ফরিদুল আলম,মুফিজ আহমদ,মো: ইসহাক,মোকতার আহমদ চৌধুরী,জিহান চৌধুরী,সালাহউদ্দিন মেম্বার, আবদুল হক মেম্বার, হুমায়ুন কবির রুবেল,ফরিদ আলম,সফি সওদাগর,রশিদ আহমদ,মাসুদ চৌধুরী,জয়নাল আবেদিন,মমতাজ মিয়া রোমন চৌধুরীসহ উখিয়ার ঠিকাদাগণ উপস্থিত ছিলেন।তাদের দাবী প্রতি সংহতি প্রকাশ করে উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন সহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর