ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে পথ নাটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১০ই জানুয়ারী ২০১৯ ১১:১১ অপরাহ্ন
ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে পথ নাটক

অরুনজীব নন্দী অর্নব, ভোলা থেকে: ভোলায় বাল্য বিয়ে ও যৌতুক প্রথা, শিশু শ্রম, শিশু নির্যাতন ও শিশুর সহায়তায় চাইল্ড হেল্প লাইন-১০৯৮ এর সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পথ নাটক পরিদর্শন করা হয়েছে।ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সম্বনিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ইন্টার এ্যাকটিভ পপুলার থিয়েটার (আইপিটি শো) এর মাধ্যমে স্বপ্নীল সাংস্কৃতিক সংগঠন বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে ভোলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নে বেড়ীবাঁধ এলাকায় “পরীরস্বপ্ন” নামে এই নাটক পরিবেশন করেন।

নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতির কথা তুলে ধরা হয়। সমাজের বিভিন্ন কুসস্কার দূর করতে নাটক বড় ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় উপকূলের তৃণমূল মানুষকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে এই পথ নাটক পরিবেশন করা হয়। নাটক গুলো এলাকার শতাধিক নারী, পুরুষ, কিশোর-কিশোরী উপভোগ করেন।এর আগে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন স্পটে ৮টি পথ নাটক প্রদর্শন করা হয়।