প্রকাশ: ৬ জানুয়ারি ২০১৯, ৩:৩১
এবারের মন্ত্রিসভায় তরুণদের ঠাঁই দিয়ে সবচেয়ে বড় চমক দিয়েছেন শেখ হাসিনা। এই মন্ত্রিসভা গঠন করে শেখ হাসিনা প্রমাণ করলেন তিনি অত্যন্ত সাহসী। এই মন্ত্রিসভা গঠন করে শেখ হাসিনা শুধু চমক নয়, বরং সাহসেরও পরিচয় দিয়েছেন। সদ্য ঘোষিত মন্ত্রিসভায় আওয়ামী লীগের কোনো হেভিওয়েট নেতাকে নেয়া হয়নি। এমনকি সৎ এব নিষ্ঠাবান হিসেবে পরিচিত, শেখ হাসিনার দু:সময়ের পরীক্ষিত বেগম মতিয়া চৌধুরীকেও মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে। এটা ছিলো নতুন মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক। সম্ভবত দলের মধ্যে তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমুর মতো হেভিওয়েটদের বাদ দেয়ার ক্ষেত্রে ভারসাম্য আনতেই মতিয়া চৌধুরীকে বাদ দেয়া হয়েছে। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তার কোনো কূলের কোনো আত্মীয় স্বজনকে স্থান দেননি। বিগত মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রীর বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন। প্রথম দফায় তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে, সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এবার মন্ত্রিসভায় তাকে বাদ দেয়াটাকে অনেকে বলছেন অবিশ্বাস্য। একই সঙ্গে শেখ ফজলুল করিম সেলিম তৃতীয় বারের মতো মন্ত্রিত্ব বঞ্চিত হলেন। ১৯৯৬ সালে প্রথম মেয়াদে শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব