তারা হলেন: আবুল মাল আবদুল মুহিত (অর্থমন্ত্রী), আমির হোসেন আমু (শিল্পমন্ত্রী), তোফায়েল আহমেদ, (বাণিজ্যমন্ত্রী), মতিয়া চৌধুরী (কৃষিমন্ত্রী), মোহাম্মদ নাসিম (স্বাস্থ্যমন্ত্রী), খন্দকার মোশাররফ হোসেন (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী), রাশেদ খান মেনন (সমাজকল্যান মন্ত্রী), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (গণপূর্তমন্ত্রী), মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), হাসানুল হক ইনু (তথ্যমন্ত্রী), আনিসুল ইসলাম মাহমুদ (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী), আনোয়ার হোসেন (পানি সম্পদ মন্ত্রী), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষামন্ত্রী), শাজাহান খান ( নৌ পরিবহনমন্ত্রী), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম, দুর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণমন্ত্রী), আবুল হাসান মাহমুদ আলী (পররাষ্ট্রমন্ত্রী), মোঃ মুজিবুল হক (রেলপথমন্ত্রী), মোস্তাফিজুর রহমান (প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী), আসাদুজ্জামান নূর (সংস্কৃতি বিষয়কমন্ত্রী), শামসুর রহমান শরীফ, ভূমিমন্ত্রী, মো: কামরুল ইসলাম (খাদ্যমন্ত্রী), নারায়ণ চন্দ্র (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), একেএম শাহজাহান কামাল (বিমানমন্ত্রী)।
প্রধানমন্ত্রীর অধীনেই থাকছে ছয় মন্ত্রণালয়। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে সোমবার (৭ জানুয়ারি)।