সংগঠনটির পক্ষ থেকে সব জেলা ও টার্মিনালের সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে যাতে কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। চিঠিতে বাসগুলোতে আবশ্যিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহন মালিক সমিতি জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির দিনে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা পরিবহন খাতের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। তাই এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি টার্মিনালে পাহারা জোরদার করা হয়েছে।
এদিকে মালিক সমিতি শ্রমিকদের সতর্ক থাকতে বলেছে যাতে কোনো উসকানিমূলক পরিস্থিতি তৈরি না হয় এবং যাত্রীদের যেন নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া যায়।
তারা জানান, ১৩ নভেম্বর সারাদেশে স্বাভাবিক পরিবহন সেবা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।