প্রকাশ: ২৪ মে ২০২৫, ২২:৪৪
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আওয়ামী লীগ শাসনামলের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে।
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, তারা বিশ্বাস করেন, বিগত সময়ে অনুষ্ঠিত সব নির্বাচনই ছিল ভোটারবিহীন, প্রহসনের এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী।
এ দাবির প্রেক্ষিতে তারা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন কমিশনের পূর্ণ সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। এনসিপির দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো জাতীয় ও স্থানীয় নির্বাচন হয়েছে, তার কোনোটিই জনগণের ম্যান্ডেট অনুযায়ী হয়নি।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এনসিপির একটি প্রতিনিধিদল যমুনায় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে তারা একটি লিখিত দাবি-দাওয়ার তালিকা পেশ করেন। তারা অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সময়ের দাবি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি হয় একই ভেন্যু, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির পর রাতেই জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ধারাবাহিক এসব বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সমঝোতার পথ খুঁজে পেতে চায় বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক মহল মনে করছে, আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপরেখা তৈরির চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।