প্রকাশ: ২৪ মে ২০২৫, ২১:২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা, জল্পনা এবং সম্ভাবনার নানামুখী ব্যাখ্যা। শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে তার এই আলোচনা নতুন করে গতি দিয়েছে রাজনৈতিক পরিস্থিতিকে।
শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে চিকিৎসাধীন থাকায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের প্রবীণ নেতা মোশাররফ হোসেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে যমুনায় যাত্রা করে প্রতিনিধি দলটি সন্ধ্যার আগেই পৌঁছে যায়।
এই বৈঠকের আগেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সব দলকে সঙ্গে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার আনুষ্ঠানিক বৈঠকের ঘোষণা থাকলেও শনিবার থেকেই শুরু হয় দফায় দফায় বৈঠক।
শনিবার রাতেই বিএনপির পর জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ওই বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
একই রাতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলও যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ধারাবাহিক বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক রূপরেখা ও নির্বাচনকালীন প্রশাসনের কাঠামো নিয়ে মতবিনিময়ের অংশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলো দেশের আগামীর নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা নিয়ে বড় কোনো সমঝোতার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে চূড়ান্ত কিছু না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে পুরো জাতিকেই।