প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৫
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ডিসেম্বর মাসে হতে পারে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত টাইমলাইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এ নির্বাচন হবে ডিসেম্বর মাসে। নির্বাচনের রোডম্যাপ জুন-জুলাই মাসের মধ্যে প্রকাশিত হবে বলে জানান তিনি।