অ্যালার্ট ঘোষণা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৭ই এপ্রিল ২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন
অ্যালার্ট ঘোষণা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে সতর্কতা জারি করেছে, তেমন কিছুই এখানে ঘটেনি। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই।’ আজ সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম : সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এমন কিছুই হয়নি যে এদেশে আমেরিকার অ্যালার্ট ঘোষণা করতে হবে। কিছুদিন পরপর তারা এ কাজটি করে থাকে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘আগামী ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করবে। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত। তারা ভালোর পথে আসতে আবেদন করেছেন।’ এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘প্যারোলে মুক্তির’ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনও পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম।

ইনিউজ ৭১/এম.আর