রাঙ্গুনিয়ায় ঝড়ে গাছ উপড়ে ২ ঘণ্টা সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৯ই এপ্রিল ২০১৯ ১১:০০ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় ঝড়ে গাছ উপড়ে ২ ঘণ্টা সড়ক বন্ধ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার ব্যস্ততম সড়ক কালিন্দারানী সড়কের নারিশ্চা বাজার এলাকায় ঝড়ো হাওয়ায় শতবর্ষী বটগাছ সহ ৫টি গাছ ভেঙে পড়ে। গাছ পড়ে সড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের অর্ধেক ধসে পড়ে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে ঝড়ো হাওয়ার প্রভাবে এই ঘটনায় সড়কে প্রায় ৫টা পর্যন্ত সবধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ভেঙে পড়া গাছগুলো সরালে দীর্ঘ দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

উপজেলার পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ‘কয়েকদিন ধরে রাঙ্গুনিয়ার সর্বত্র বজ্রপাত সহ প্রচুর ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে একইভাবে তীব্র ঝড়ো হাওয়ায় পদুয়া ইউনিয়নের নারিশ্চাবাজার এলাকায় কালিন্দারানী সড়কের পাশের একটি শতবর্ষী বট গাছ ও ৪টি ফুলগাছ ভেঙে পড়ে। এতে জনগুরুত্বপূর্ণ সড়কটির দুইদিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পড়ে স্থানীয়দের সহায়তায় গাছগুলো সড়ালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী স্কুল শিক্ষক রাজু দাশ বলেন, “বিকাল ৩টার দিকে তীব্র ঝড়ো হাওয়ায় কালিন্দিরানী সড়কে গাছ ভেঙে পড়লে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে যাওয়া গাছের গুড়াগুলো উপড়ে পড়ে সড়কের প্রায় অর্ধেক ধসে যায়। স্থানীয়দের সহায়তায় ভেঙে যাওয়া গাছগুলো সড়ালে দুই ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব