পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৭ই এপ্রিল ২০১৯ ০৭:৪৮ অপরাহ্ন
পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

পিরোজপুরে রবিবার সকালে  বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯’ এ বছর দিবস টির মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘‘ সমতা ও সংহতি নির্ভও সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’’।

সীমান্তিক ও এসডিএফ এর আয়োজনে পিরোজপুর সদরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন সভাকক্ষে আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ননী গোপাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ডিডিএফপি শিশির রঞ্জন অধিকারী জেলা পুষ্টি সুপার ভাইজার নিরু শামছুন নাহার, উপজেলা পুষ্টি সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম, এসডিএফ এর স্থানীয় প্রতিনিধি মোঃ শাহিন মৃধা সহ আরও অনেকে। এছাড়া কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর উপজেলার সপ্তগ্রাম সম্মিলিত খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

ইনিউজ ৭১/এম.আর