ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১১ই মার্চ ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার হংকং থেকে দেশে ফিরলে পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আইসিসি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল।  


দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুতার্তে মাদকবিরোধী অভিযানের নামে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিলেন, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আইসিসি ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছে, সে সময় দুতার্তে ডাভাও শহরের মেয়র ও পরে প্রেসিডেন্ট ছিলেন।  


২০১৯ সালে দুতার্তে ফিলিপাইনকে রোম সংবিধি থেকে প্রত্যাহার করে নেন, যা আইসিসির আওতার বাইরে থাকার একটি কৌশল বলে মনে করা হয়। ২০২১ সালে তার প্রশাসন আইসিসির তদন্ত কার্যক্রম স্থগিতের চেষ্টা করে, দাবি করে যে ফিলিপাইনের নিজস্ব আদালতই এই অপরাধ তদন্ত করতে সক্ষম। তবে আইসিসি ২০২৩ সালে তার বিরুদ্ধে তদন্ত পুনরায় শুরুর আদেশ দেয়।  


প্রেসিডেন্ট মার্কোসের সঙ্গে দুতার্তের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। মার্কোস প্রশাসন আগেই জানিয়েছিল, যদি আইসিসি রেড নোটিশ জারি করে, তবে তারা সহযোগিতা করবে। প্রেসিডেন্টের দপ্তর নিশ্চিত করেছে, ম্যানিলা ইন্টারপোলের কাছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর পরই পুলিশ দুতার্তেকে আটক করে। এখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হবে।