বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশে বঙ্গবন্ধুর ”উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণ্যাঢ র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার আধুৃনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক এক আলোচনা সভা করা হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ফারহানা আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ, পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, সেলিনা আক্তার প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।