সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম চাপড়ায় মরিচ্চাপ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মধ্যম চাপড়া (পূর্বপাড়া) এলাকায় ভাঙন কবলিত বেড়িবাঁধের ওপর নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করা হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙনে ইতোমধ্যে ২১টি পরিবার সর্বস্ব হারিয়েছে, আরও ১৫টি পরিবার ভাঙনের মুখে রয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ একাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী বেড়িবাঁধ রক্ষায় এবং সিএস-এসএ ম্যাপ অনুযায়ী খাস জমির ওপর দিয়ে নদী খননের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, এসডিও, এসও, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সবশেষ ৬ ফেব্রুয়ারি পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম (এসি) ঘটনাস্থল পরিদর্শনে এসে নদী খনন কাজ সোজা সুজি করে সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি ভাঙন প্রতিরোধে দ্রুত বালিভর্তি জিও ব্যাগ ফেলে রক্ষাবাঁধ নির্মাণের আশ্বাস দেন।
তিনি জানান, ভাঙনরোধে ৪০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হবে এবং কবরস্থানের পাশে পাইলিং করা হবে। সেদিনই ২০০টি জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করার কথা ছিল। তবে অজ্ঞাত কারণে শ্রমিকরা কাজ বন্ধ করে চলে গেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বক্তারা বলেন, “আমরা খাস জমি বাদ রেখে রেকর্ডীয় জমির ওপর দিয়ে নদী খনন মেনে নিয়েছি, কারণ আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, ভাঙনস্থলে রক্ষাবাঁধ নির্মাণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি আরও ২১টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখনো ১৫টি বাড়ি ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের হুমকিতে আছে। এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে যদি দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পাউবো কার্যালয় ঘেরাও করা হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন আয়ুব আলী, আজহারুল ইসলাম, শিক্ষক মফিজুল ইসলাম, মাসুদ রানা ও আব্দুল খালেক সরদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।