ঝালকাঠির নলছিটিতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুদুর রহমান ছালামের ভাই আব্দুর রহিম জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এলাকায় কম পরিচিত থাকলেও ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন। এমনকি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্যও চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
অভিযোগ রয়েছে, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন মাসুদুর রহমান ছালাম। মামলা ও হামলার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করেছেন। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক বৃদ্ধাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, বিএনপি ও বিরোধী মতাদর্শের বহু নেতা-কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুদুর রহমান ছালাম। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, মাসুদুর রহমান ছালামের বিরুদ্ধে রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।