নির্বাচন নিয়ে চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরোয়ারের

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন
নির্বাচন নিয়ে চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরোয়ারের

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরের সদর রোডে দলের কার্যালয়ের সামনে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে।


দোয়া মোনাজাতের পূর্বে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল চক্রান্তের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। কিন্তু দেশের মানুষের মধ্যে এখন ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে। জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা অবিচল রয়েছে।” তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে যারা বিভেদ সৃষ্টি করছে এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”


এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”


এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামকে স্মরণ করে বলেন, “বেগম খালেদা জিয়ার সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্রের জন্য অমূল্য। আমরা তার সুস্থতা কামনা করি এবং তাকে দ্রুত আমাদের মাঝে ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”


দোয়া মোনাজাতে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির মধ্যে ঐক্য বজায় রাখার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুর হক তারিন, সৈয়দ আকবর এবং মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


দোয়া শেষে দলের নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন।