পাইলটের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বাঁচলো বাংলাদেশ বিমানের ৪৬ যাত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি অবতরণ করতে সমস্যা হয়। অবশেষে পাইলটের বুদ্ধিমত্তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ৬০ জন আরোহী নিয়ে একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর যাওযার জন্য উড্ডয়ন করে। পরে পরে হাইড্রোলিকে সমস্যা দেখা দিলে বিমানটি ফিরে আসে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।