নিজের শিশু মেয়েসহ রাস্তা থেকে হারিয়েছেন এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী মা। তার নাম মাসুমা খাতুন। বয়স ৩৩। সাথে থাকা মেয়ের নাম জান্নাতি সিলমুন। তা বয়স ৭। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার তারাব ব্রিজের সামনে থেকে তারা হারিয়েছেন। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মাসুমার ছোব ভাই আরমান জানান তার বধির ও বাকপ্রতিবন্ধী। এ বিষয়ে রুপগঞ্জ থানায় জিডি করা হয়েছে। আরমান তার বোন ও ভাগ্নির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ সন্ধান পেলে নিচের দুটি নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন: ০১৭১৭৪৪১১৩৮, ০১৭৩২৮৭৭৭৩৯।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।