হিজলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে অক্টোবর ২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
 হিজলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বরিশালের হিজলা উপজেলায় উদযাপিত হলো, জাতীয় স্যানিটেশন মাস(অক্টোবর ) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯। জাতীয় স্যানিটেশন মাসের এবারের প্রতিপাদ্য, " সকলের জন্য উন্নত স্যানিটেশন,নিশ্চিত হোক সুস্থ জীবন " এবং বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য, " সকলের হাত,পরিচ্ছন্ন থাক "।

হিজলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং হিজলা ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায়, ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায়, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। র্্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের স্বাধীনতা মঞ্চের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে তার সভাকক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মস্তাফিজুর রহমান, উপ-সহকারী মোঃ জাহেদুল কবির। হিজলা ব্র্যাক ওয়াশ প্রকল্পের কর্মসূচী সংগঠক মোঃ রকিবুল হক,পিএ ওয়াশ সহকারী স্বপন চন্দ্র দাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারিগণ, বিসিডি মাধ্যমিক বিদ্যালয় এবং টিটি ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ইনিউজ৭১/জিয়া