শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যমের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ২০শে নভেম্বর ২০২৪ ০৩:৫৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যমের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ

জাতীয় প্রেসক্লাবে বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এবং আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী বয়ান তৈরি করা গণমাধ্যমগুলো চিহ্নিত করা হবে। তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে এসব গণমাধ্যমের ভূমিকা পর্যবেক্ষণ করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, গত ১৬ বছরে গণমাধ্যমে কী ধরনের সাংবাদিকতা হয়েছে, এবং নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা নিয়ে গভীর গবেষণার প্রয়োজন। বিশেষত, ২০১৫ সালের জানুয়ারিতে অগ্নিসংযোগের ঘটনায় মিডিয়া যেভাবে দায় চাপিয়েছিল, সেটাও তদন্তের আওতায় আসবে।


শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যমের কর্মীদের ভূমিকা মূল্যায়ন করতে হবে এবং শেখ হাসিনার প্রেস কনফারেন্সের সময়ে সাংবাদিকদের অবদান নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে তিনি জানান, যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, কোন ন্যারেটিভে তারা এই শব্দ ব্যবহার করেছে। 


তিনি বলেন, এর পাশাপাশি গত ১৬ বছরে গুম, খুন এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কী ধরনের রিপোর্টিং হয়েছে, সেটিও বিশ্লেষণ করা হবে। এ ধরনের সাংবাদিকতা গণমাধ্যমের দায়িত্বের বিরুদ্ধে এবং দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল, বলে মন্তব্য করেন শফিকুল আলম।


এমন পরিস্থিতিতে, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে এসব বিষয়কে সামনে এনে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও নতুন চিন্তা ভাবনা সৃষ্টি হবে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।