কারাগারে বদলে গেছেন ব্যারিস্টার সুমন তবে মোবাইল না থাকাতে বেস কষ্টে আছেন

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন
কারাগারে বদলে গেছেন ব্যারিস্টার সুমন তবে মোবাইল না থাকাতে বেস কষ্টে আছেন

কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার জেলজীবনে এক বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছেন। তার কারাগার জীবন সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার, আইনজীবী এম লিটন আহমেদ।


লিটন আহমেদ বলেন, গত ১৫ নভেম্বর তিনি কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সুমন তাকে জানান, কারাগারে থাকা অবস্থায় তিনি এখন প্রতিদিন ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নিয়মিত নামাজ পড়েন। সুমন জানান, কারাগারে তাকে সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, যারা তার সঙ্গে একই রুমে আছেন।


সুমনের জেলজীবন সম্পর্কে আইনজীবী লিটন আরও বলেন, সাবেক এমপি হওয়ার কারণে তিনি কারাগারে ডিভিশন সুবিধা পেয়েছেন, তবে মোবাইল ফোন না থাকার কারণে তিনি কিছুটা কষ্টে আছেন। আগে তিনি প্রতিদিন ফেসবুকে যোগাযোগ রাখতেন, যা এখন সম্ভব হচ্ছে না। তিনি জানিয়েছেন, কারাগারে তার জীবন অনেক কঠিন, বিশেষ করে সন্ধ্যা নামার পর সেলে ফিরে যাওয়া এবং খাবার খাওয়া খুবই অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। 


যদিও ব্যারিস্টার সুমন কারাগারে একাধিক সহকর্মীর সঙ্গী হলেও, তার দৈনন্দিন জীবন এখন সীমিত। জেলখানার মধ্যে হাঁটাহাঁটি তার একমাত্র শরীরচর্চা, তবে অন্য কয়েদিরা তাকে ‘সুমন ভাই’ বলে ডাকতে শুরু করলে মাঝে মাঝে সেখানেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।


ব্যারিস্টার সুমন গত ২১ অক্টোবর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ৫ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরে এক সমাবেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন হামলা চালায়, যার ফলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হৃদয় মিয়া।


এদিকে, ব্যারিস্টার সুমন কারাগারে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করে বলেন, জীবনের এই কঠিন সময় তাকে অনেক কিছু শিখিয়েছে এবং তার মধ্যে একটি আত্মিক পরিবর্তন এসেছে, বিশেষ করে ধর্মীয় আধ্যাত্মিকতায় তার মনোযোগ বৃদ্ধি পেয়েছে।


---  

**সংবাদদাতা:** দৈনিক ইত্তেফাক, ঢাকা