হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে পাহাড়ি এলাকার একটি পারিবারিক বাগানের প্রায় ৬শ ফলদ গাছ কেটে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসবের মধ্যে আম, লিচু ও লেবু গাছ রয়েছে।জায়গার সীমানা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গাছগুলো কেটে ফেলেছে বলে অভিযোগ বাগানের মালিকপক্ষের। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত বাগান মালিকের ভাই মো. সিরাজদ্দৌলা বাবুল জানান, দুই বছর আগে আমার ভাই আরব আমিরাত প্রবাসী মো. ইয়াছিন তার মালিকানাধীন চার একর আয়তনের টিলার উপর ২ হাজারের অধিক আম, লিচু ও লেবু গাছের কলম করা গাছ লাগান। রবিবার দিবাগত রাতের আঁধারে এ বাগানোর প্রায় দেড় একর জায়গার উপর লাগানো ৬শ গাছ কেটে ফেলা হয়। সোমবার সকালে শ্রমিকরা কাজ করতে গেলে বিষয়টি জানাজানি হয়। তিনি বলেন ইতিপূর্বে বাগানের একাংশের মালিকানা দাবি করে এলাকার খয়রাতি ও তার ছেলে রহিম বাদশা একাধিকবার একই বাগানের কিছু গাছ কেটে ফেলেন। এবার তারাই রাতের অন্ধকারে পুনরায় গাছগুলো কেটেছে বলে আমাদের সন্দেহ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খয়রাতি মিয়া ও তার পুত্র রহিম বাদশা বলেন, আমাদের সাথে সীমানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ থাকলেও তাদের গাছ কে বা কারা কেটেছে সে বিষয়ে আমরা কিছুই জানিনা। এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।