
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪

জুয়েল খন্দকার স্টাফ রিপোর্টার:- বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী মালদ্বীপে চতুর্থ দক্ষিণ এশিয়ার স্পিকারের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ মালদ্বীপের পৌছিয়েছেন। তিনি আসার পরে মালদ্বীপে উপুস্থিত হওয়া স্পিকারদের সাথে মালদ্বীপের সংসদ সাধারণ বৈঠক করেছেন। ভবনে স্পিকার ডা: শিরীন শারমিন চৌধুরী এই সফর শেষে ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা যায়।
এছাড়াও শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন, ভুটান সংসদের স্পিকার ওয়াংচুক নাম গিয়েল, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার কাসিম খান সুরি; এবং শ্রীলঙ্কার সংসদের স্পিকার, করু জয়সুরিয়া। তারা শীর্ষ সম্মেলনের আগে মালদ্বীপে পৌঁছে যাবেন। মালদ্বীপ সংসদে দুই দিনের শীর্ষ সম্মেলন হচ্ছে চতুর্থ দক্ষিণ এশীয় স্পিকার শীর্ষ সম্মেলন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বর্তমান সংসদ এর স্পিকার মোহাম্মদ নাশিদ শীর্ষ সম্মেলনে মালদ্বীপ সংসদের প্রতিনিধিত্ব করবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব