দেশে চাঁদাবাজির সমস্যার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজি কার্যক্রম অত্যন্ত বাড়তে শুরু করেছে এবং এটি কঠোর হাতে দমন করা হবে। তিনি জানান, অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সভায় ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঢাকার আইন-শৃঙ্খলা আগের তুলনায় উন্নত হলেও আরও উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষত ফুটপাতের দোকানপাট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যেগুলো আপাতত সরিয়ে ফেলা হবে, তবে ফুটপাতের দোকানগুলোর অনুমতি দেয়া হবে।
তিনি বলেন, মোহাম্মদপুরের মত অন্যান্য এলাকা গুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য কাজ করা হবে। পাশাপাশি, ঢাকার বাইরে থেকে আসা পুলিশ সদস্যদেরকে অলিগলি চিনতে সময় দিতে হবে, এমনটি জানান তিনি।
জাহাঙ্গীর আলম আরো বলেন, রাস্তার ওপর চলাচলকারী রিকশাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, তাদের ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুৎ সংযোগও বন্ধ করতে হবে বলে তিনি জানান।
অপরাধী যেই হোক, সে যত বড় প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে—এমন দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কখনও মেনে নেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।