হিজলায় বৃদ্ধকে থাপ্পড় মারলো এক সেনা সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে জানুয়ারী ২০২০ ০৮:৪৭ অপরাহ্ন
হিজলায় বৃদ্ধকে থাপ্পড় মারলো এক সেনা সদস্য

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আঃ রব হাওলাদার(৬৫) নামে এক বৃদ্ধকে জমি সংক্রান্ত জেরে থাপ্পড় মেরেছে কামরুল ইসলাম নামে এক সেনা সদস্য। এই সেনা সদস্য এলাকায় আলাউদ্দিন চৌকিদার নামে পরিচিত। সে একই এলাকার মৃত - খালেক চৌকিদারের ছেলে। শুধু বৃদ্ধকেই না পাশাপাশি বৃদ্ধের বাড়ির অন্যান্য সদস্যদের উপর হামলা করে সেনা সদস্যের সাথে থাকা আত্মীয়রা। ঘটনার ব্যাপারে বৃদ্ধ আঃ রব " ইনিউজ৭১" কে জানান, সেনা সদস্য কামরুল ইসলাম ছুটি নিয়ে এলাকায় এসেই সেনাবাহিনীর ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি দখল করে থাকে। তাদের বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। আঃ রবের ৬৫ শতাংশ জমির বেশিরভাগ সে ক্ষমতা দেখিয়ে দখল করে ফেলেছে। এখন রয়েছে টিনের বাড়িটি।

সেই বাড়িটি দখলের জন্য ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সেনা সদস্য তার বাড়িতে এসেই কথা কাটাকাটির এক পর্যায়ে তার বাম গালে থাপ্পড় মারে। এসময় তার ছেলে জয়নাল এবং নুর ইসলামকেও মারধর করে, সেনা সদস্যের ভাই রাব্বি, চাচাতো ভাই সালাউদ্দিন,খলিল ও জলিল চৌকিদার। এসময় বাড়ির মহিলাদের উপরও হামলার করা হয়েছে। এদিকে এই সেনা সদস্যের ভয়ে এলাকার কেউ মুখ খুলে না। কথা হয় সেনা সদস্য কামরুল ইসলাম ওরফে আলাউদ্দিন চৌকিদারের সাথে, সে জানায় ঢাকায় সেনাবাহিনীর লেন্স কর্পোরাল পদে আছেন। এলাকার কিছু মানুষ তার চাকরির ক্ষতি করার জন্য বাজে মন্তব্য করছে। তবে বৃদ্ধকে এবং তার পরিবারের উপর হামলার ব্যাপারে জানতে চাইলে পরে কথা বলবেন বলে এরিয়ে যায়। এ ব্যাপারে হিজলা থানার এএসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।