
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫
যাত্রাবাড়ীর দনিয়া নবারুণ স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক নেই বলে অভিযোগ করেছেন ভোটাররা। বেলা ১১টার দিকে নূরে আলম নামে একজন ভোটার অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে তাকে যে ইভিএম মেশিন দেয়া হয় সেটার ডিসপ্লেতে ধানের শীষের কোনো প্রতীক ছিল না।
তিনি প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার বলেন, যেটা আছে সেটাতেই ভোট দিতে হবে। নূরে আলম প্রতিবাদ করলে পুলিশ এসে তাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি।
ইনিউজ ৭১/এম.আর
