ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৯:৫৭ অপরাহ্ন
ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রেস উইংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।  


ড. ইউনূস তার শুভেচ্ছা বার্তায় বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে মার্কিন জনগণের আস্থা এবং আপনার নেতৃত্বের প্রতি সমর্থন প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অনুপ্রাণিত করবে।”  


এছাড়াও, তিনি বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। “আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও দৃঢ় করতে এবং টেকসই উন্নয়ন উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে,” বলেন ড. ইউনূস।  


উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে ইলেকটোরাল কলেজে ২৭৬টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও, ২০২০ সালে পরাজিত হন। এবার তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মার্কিন ইতিহাসে দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন। এর আগে, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৩ সালে প্রথম এই রেকর্ড গড়েছিলেন।  


এবারের নির্বাচনে ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ইতিহাস সৃষ্টি করছে, যা আমেরিকার রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।