ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোট দিয়েছেন। শনিবার সকাল আটটা ৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের মানারাত স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।
ভবনটির তৃতীয় তলায় পঞ্চম নম্বর কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট দেন তিনি।
এর আগে সকাল সাতটা ৫৭ মিনিটে বাবা আব্দুল আওয়াল মিন্টু ও পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যান তাবিথ আউয়াল। ভোট প্রদান শেষে বিজয় চিহ্ন দেখান তিনি। তাবিথের ভোট দেওয়ার পর তার বাবা আব্দুল আওয়াল ও মা একই কেন্দ্রে ভোট দেন।
সকাল আটটায় ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। এবারের ভোটে ঢাকা উত্তরে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন ভোটার ভোট দেবেন। ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৮টি পদে ৭৭ জন লড়াই করছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।