নওগাঁর গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণ, ৬টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ন
নওগাঁর গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণ, ৬টি ককটেল উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা বাজারে সোমবার (৪ নভেম্বর) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, রাত ৮টার দিকে গোবরচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে, যার ফলে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরও ৬টি তাজা ককটেল উদ্ধার করে। 


স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক হাটবারের সময় রাত ৮টার দিকে সাদা মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত বাজারে আসে। মাইক্রোবাসটি বিদ্যালয়ের সামনে পৌঁছাতেই হঠাৎ দুটি বিকট শব্দ শোনা যায়। এরপর বাজারের স্থানীয়রা এসে কিছু ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় ৬টি অবিস্ফোরিত ককটেল। 


এদিকে, ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে। 


বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, "খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি সাদা মাইক্রোবাস বদলগাছী দিকে চলে যেতে দেখেছি। পরে ঘটনাস্থল থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়। বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।"


এ ঘটনার পর গোবরচাঁপা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে, তবে পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে।