ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তির ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মামলায় মানিক মিয়া(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। (১০ ফেব্রুয়ারি) সোমবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের চিনু মিয়ার ছেলে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক গ্রেফতারের কথা স্বীকার করে বলেন,গত ২৫জানুয়ারি মানিক মিয়া নামের এক যুবক সীমান্তে হত্যা নিয়ে মন্তব্য করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি সংবাদ কটুক্তি করে শেয়ার দেয়।
এঘটনায় আইনজীবী মুখলেছুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সরাইল থানায় মামলা দায়ের করেন। এই মামলা ভিওিতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।