
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২০, ৩:২০
কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ৫জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদের সামনে ভালুকিয়াগামী অটোরিক্সা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত নারী ভালুকিয়া গ্রামের অমূল্য বড়–য়ার স্ত্রী ঊষা বড়ুয়া(৩৮)।
এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর বলেন, কোটবাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব