
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৯

ইসকন মন্দিরে হামলার পরিকল্পনাকারী ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল- ইসলামের সদস্য এবং টেলিগ্রাম ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহ করত।
সোমবার রাজধানীর সবুজবাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। সংগঠনের নেতা আবু কায়সার রনির নির্দেশে গ্রেপ্তারকৃতরা ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা করছিল।
