বোরহানউদ্দিনে মোটরযান ও চালকদের বিরুদ্ধে অভিযানে জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৯ অপরাহ্ন
বোরহানউদ্দিনে মোটরযান ও চালকদের বিরুদ্ধে অভিযানে জব্দ, জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে সড়কের শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনবিহীন মোটরযান ও চালকদের বিভিন্ন ত্রুটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী। সোমবার দুপুর ১২ থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের থানার সামনের সড়কে থানা পুলিশের সহায়তায় তিনি ওই অভিযান পরিচালনা করেন।  

ইউএনও বশির গাজী জানান, তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনে ১ টি মোটর সাইকেল জব্দ ও ৩ জন  মোটরসাইকেল চালককে বিভিন্ন অংকে জরিমানা করেন। ওই সময় উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের মো. ইউসুফ শিকদারের মোটর সাইকেলের কোন বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করে থানা হেফাজতে দেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট না থাকার অভিযোগে ৩ মোটর সাইকেল চালক মো. হোসেন, মোতাহার হোসেন ও অমল চন্দ্রকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব