দেশের ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪১ অপরাহ্ন
দেশের ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের সহকারী আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- শনি ও রোববার দেশের ৪ জেলায় বৃষ্টির পাশাপাশি শনিবার শেষরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রংপুর বিভাগের ওপার দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া রোববার দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শনিবার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর রংপুরে ১০, ঢাকায় ১৭.৫, ময়মনসিংহে ১৩.৫, চট্টগ্রামে ১৫.৫, সিলেটে ১৩.৫, রাজশাহীতে ১২.৫, খুলনা ১৭ এবং বরিশালে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সকাল ৬টা পর্যন্ত। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব