পটুয়াখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে হামলা: আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন
পটুয়াখালীতে জমি নিয়ে দ্বন্দ্বে হামলা: আহত এক ব্যক্তি

পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবুল মৃধা (৫০) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাঠুখালী গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে বাবুল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত বাবুলের স্ত্রী রাহিমা বেগম বলেন, "বহু বছর ধরে আমাদের প্রতিবেশী রফিক মৃধা, হাসান মৃধা এবং মুকুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর ফলে বিভিন্ন সময় আদালতে মামলা হয়েছে এবং আদালত আমাদের পক্ষে রায়ও দিয়েছে। তবে রফিক ও তার পরিবারের সদস্যরা এই রায় মেনে নিতে পারছেন না এবং আমাদের সঙ্গে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করে আসছে।"


তিনি আরও বলেন, "গতকাল রাতেও আমার স্বামীকে মারধরের চেষ্টা করা হয়। আজ সকালে যখন তিনি (বাবুল) সোমদিয়া বাজারে যাচ্ছিলেন, তখন রফিক, হাসান, মুকুল, আসমা, আকিমন ও মিরাজসহ কয়েকজন হামলা চালায় এবং পিটিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আমরা পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করি।"


অপরদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে রফিক মৃধা জানান, "বাবুল মৃধা আমার বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যার ফলশ্রুতিতে হাতাহাতি হয়েছে। তিনি যে জমির দাবি করেন, সেখানে আমারও কিছু অংশ রয়েছে, যার কাগজপত্র আমি রাখি।"


পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" 


এই ঘটনাটি স্থানীয় সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে এবং জমিজমা বিরোধকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা বাড়াচ্ছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।