মেহেরপুরে সাপড় কামড়ে অসুস্থ শিশু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: রবিবার ২৩শে জুন ২০২৪ ১২:৫৩ অপরাহ্ন
মেহেরপুরে সাপড় কামড়ে অসুস্থ শিশু হাসপাতালে ভর্তি

মেহেরপুরে সাপের কামড়ে মুজাহিদ আলী (১০) নামের এক শিশু অসুস্থ হয়েছে। শিশু মুজাহিদ জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামের বাগান পাড়ার তুহিন আলীর ছেলে। আজ শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, শিশু মুজাহিদ দুপুরের দিকে গ্রামের একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে। গোসল শেষে পুকুর থেকে উপরে উঠতে গেলে, একটি হলুদ রং এর সাপ তার বাম হাতের কব্জিতে কামড় দেয়। এসময় সে হাত ঝাড়া দিয়ে সাপটিকে ফেলে দিয়ে সেখান থেকে বাড়িতে পালিয়ে আসে। মুজাহিদ যন্ত্রণা অনুভব করায় পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুদুর রহমান মাসুদ জানান, বর্তমানে শিশুটিকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাকে বিষধর কোন সাপ কামড় দেয়নি। তারপরও মুজাহিদকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।