সরাইলে বর্ষবরণ উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১০ই এপ্রিল ২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ন
সরাইলে বর্ষবরণ উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে নববর্ষ-১৪২৬ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল (৯এপ্রিল) দুপুর একটার দিকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমদ কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা মায়মুনা জাহান,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগির হোসেন, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (মানিক), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, সুক এর পরিচালক মোঃ মোমিন মিয়া।

প্রস্ততি সভায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা ও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা এবং আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন,সদর ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান  মোঃশাহজাহান, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলী, সরাইল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ন কবির,আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী, হাজি ইকবাল হোসেন,  সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন প্রমুখ।বিশিষ্ট ব্যক্তিবর্গ,গণমাধ্যমের কর্মি, অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ইনিউজ ৭১/এম.আর