আজ শপথ নিচ্ছেন মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা এপ্রিল ২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ন
আজ শপথ নিচ্ছেন মোকাব্বির খান

গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নিচ্ছেন আজ। মঙ্গলবার দুপুর ১২টায় তার শপথ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে দলীয় প্যাডে দেওয়া মোকাব্বির খানের চিঠির পরিপ্রেক্ষিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংসদ সচিবালয়কে দেওয়া চিঠিতে মোকাব্বির খান বলেন, ‘তিনি ও তার দল গণফোরাম আগামী ২ বা ৩ এপ্রিল শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।’

এর আগে একই দল থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ গত ৭ মার্চ শপথ নেন। জোট ও দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করে শপথ নেওয়ায় তাকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বহিস্কার করা হয়। ওই সময়ে মোকাব্বির খানের শপথ নেওয়ার সিদ্ধান্ত থাকলেও দলের কারণে তিনি পিছু হটেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সুলতান মনসুর এবং গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে দলের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান নির্বাচিত হন।

ইনিউজ ৭১/এম.আর