বাগেরহাটের ফকিরহাটে দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের একজনের আনুমানিক বয়স ৩০ এবং অন্যজনের ৫০। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহত যাত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রুপসার তিলকের আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছেন।বাগেরহাট কাটাখালী থানার এসআই মলয়েন্দ্র নাথ জানান, ‘শুক্রবার সকালে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দিগন্ত পরিবহনের বাসটি নওয়াপাড়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান।’তিনি জানান, ‘হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দিগন্ত পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।