পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে চিত্রাঅংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদি হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ জিন্নাত জাহান,এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান,প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল ও সুবিদখালী সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান খান প্রমূখ। আলোচনা শেষে বিজয়ী প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।