উখিয়ায় উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর কবির অফিসে গুলি

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০১৯ ০৪:২৮ অপরাহ্ন
উখিয়ায় উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর কবির অফিসে গুলি

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর উখিয়া সদরে অবস্থিত জিএম মার্কেটের নিজস্ব অফিস লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।দুর্বৃত্তদের গুলিতে অফিসের জানালার কাঁচ ভেঙ্গে গেলেও সে সময় অফিসে ছিলেন না জাহাঙ্গীর কবির চৌধুরী। বুধবার দিবারাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান,দুর্বৃত্তরা জানালার কাঁচ লক্ষ্য করে ভারী কিছু বস্তু নিক্ষেপ করেছে। এতে জানালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইট জাতীয় কিছু হতে পারে। তবে গুলি কিনা তদন্তের পর জানা যাবে।এ ব্যাপারে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আমাকে প্রকাশ্যে যে হুমকি দেওয়া হয়েছিল এটা তারই বহিঃপ্রকাশ । বুধবার রাত ১২ টা পর্যন্ত আমি অফিসে ছিলাম, তারা হয়তো মনে করেছে আমি অফিসে আছি। তাই তারা আমি যেখানে বসি দুর্বৃত্তরা তার ঠিক পেছনের জানালা লক্ষ্য করে গুলি করেছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি,তারা এসে পরিদর্শন করে গেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ তারাই নেবে।