আমার অসাধারণ স্বামী, আমি তোমাকে ভালোবাসি

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে মে ২০২৪ ০৯:৩৭ অপরাহ্ন
আমার অসাধারণ স্বামী, আমি তোমাকে ভালোবাসি

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও ফেসবুকে ভীষণ সবর তিনি। তারপরও এই অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। আজ (২৭ মে) সোমবার অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।


এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’


জানা যায়, বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।


এদিকে, ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। রবিনের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয়। এর আগে, ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।