পটুয়াখালীর বাউফলে মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও উপজেলার জমিয়াতুল মোদারেছিন নের্তৃবৃন্দের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলার বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত এটর্নি জেনালের এম.কে রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়াতুল মোদারেছিন এর জেলা সভাপতি আ: হান্নান আজিজি, উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউসুফ, সম্পাদক মো: ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বাউফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ মোল্লা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো: মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে ফাজিল আলিম ও দাখিল পর্যায়ের ৪২ জন শিক্ষার্থীর মাঝে বাংলা ইংরেজি অভিধান ও ৬০টি মাদ্রাসার প্রধানের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।